এক নজরে
প্রলয়কারী কালের স্বাক্ষী বহনকারী ঘাঘট নদীরতীরে গড়ে উঠা সাদুল্লাপুরউপজেলার একটি সুনাধন্য ঐতিহ্যবাহী অঞ্চল হলো দামোদরপুর ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ দামোদরপুরইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বলরেখেছে।
ক) নাম – ৩নং দামোদরপুরইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ২৩.৬৯ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ২৯৫৭৬জন (প্রায়) (জন্মনিবন্ধন অনুসারে)
ঘ) গ্রামের সংখ্যা – ১১টি।
ঙ) খানার সংখ্যা – ৬৫১৯টি।
চ) ওয়ার্ড সংখ্যা- ৯ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/অটো রিক্সা/রিক্সা।
জ) শিক্ষার হার – ৭১%। (২০১০এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৭টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ১০টি,
উচ্চ বিদ্যালয়ঃ ০৮ টি,
মাদ্রাসা- ৪ টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মো: জাহাঙ্গীর আলম
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।(নিয়ামত নগর ও বটের তল)
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০২ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০৬/০৩/২০২২ইং
২) প্রথম সভার তারিখ – ০৯/০৩/২০২২ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ০৯/০৩/২০২৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
১) উত্তর ভাঙ্গামোড়
২) মধ্য ভাঙ্গামোড়
৩) কিশামত দশলিয়া
৪) উত্তর দামোদরপুর
৫) পশ্চিম দামোদরপুর
৬) পূর্ব দামোদরপুর
৭) জামুডাঙ্গা- ১
৮) জামুডাঙ্গা-২
৯) মরুয়াদহ
১০) কিশামত খেজু
১১) কিশামত বড় বাড়ী
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
- চেয়ারম্যান- ১ জন।
- সচিব - ১ জন।
- হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর- ১ জন।
- সংরক্ষিত সদস্যা-৩
- সাধারণ সদস্য- ৯
- আদায়কারী- ৯ জন
- ইউ,আই এস সি উদ্যোগতা-২ জন
- দাফাদার- ১ জন
- গ্রামপুলিশ- ৯ জন
ত) কৃষি:
- কৃষকের হার- ৭৪%
- কৃষি জমির পরিমান- ৪৮ %
- অকৃষি জমির পরিমান- ১৮%
- পতিত জমির পরিমান- ১৩%
- বসত ভিটা জমির পরিমান- ১৮ %
- খাল- বিল- ৩%
- নদী- ১%
- উপ-সহকারী কৃষি কর্মকর্তা- ২ জন।
- রাসায়নিক সার ডিলার- ১০ জন। (খুচরাসহ)
- রাসায়নিক সার ও কীটনাশক ঔষধের দোকান- ৬টি।
- গভীর নলকুপ- ৩টি।
- অগভীর নলকূপ- ১৭০টি।
- স্যালো টিউবয়েল- ৮৭টি।
- খাদ্য উৎপাদন (সবরকম)
- ভূমিহীন পরিবার- ৪২১টি।
- গুচ্ছগ্রাম-১টি
- ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র-৩টি
- পরিবার পরিকল্পনা ক্লিনিক-১টি।
- পশু/প্রাণি চিকিৎসক- ২জন।
- পল্লী চিকিৎস-১২ জন।
- স্বাস্থ্য কর্মী- ৬ জন।
- পরিবার পরিকল্পনা কর্মী- ৬ জন।
- জন স্বাস্থ্য বিষয়ক কর্মী-১ জন।
- এনজিও- ১০টি।
- ব্যাংক-১টি।
- ডাকঘর-১টি।
- বীমা অফিস- ৮টি।
- আইন জীবি-২ জন।
থ) শিক্ষা সংক্রান্ত :
- কলেজ- নাই
- মাধ্যমিক বিদ্যালয়-৮টি
- সরকারি প্রাথমিক বিদ্যালয়- ০৭টি
- রেজিষ্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়-১০টি।
- কিন্ডার গার্ডেন স্কুল-০১।
- খেলার মাঠ- ৩টি।
- শিশু শিক্ষার হার- ৮৯%।
- মাদ্রাসা- ৪টি।
- কওমি মাদ্রাসা-১টি।
- মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র-১টি।
দ) ধর্মীয়:
- মসজিদ- ৫৯টি
- মন্দির-৪টি
- কবরস্থান-১টি
- শশ্মান ঘাট-০৩টি
- ঈদগাহ মাঠ-১৭টি।
- এতিম খানা- ১টি।
- আশ্রম- ১টি।
- পেশাজীবি সংগঠন-২টি।
- মাজার- ২টি।
ধ) অন্যান্য:
- সাধারণ ব্যবসায়ী- ৩১৭ জন
- ছ-মিল-৩টি
- রাইচ মিল-১৭টি।
- চিড়া মিল-২টি।
- নদীঘাট-১টি।
- হাটবাজার-৪টি।
- খালনালা-২টি।
- বিল-২টি।
- খোঁয়ার- ৩টি।
- পাকা রাস্তা-১৮ কি:মি:
- কাঁচা রাস্তা-২৪ কি:মি:
- ব্রীজ- ৩টি।
- কালভার্ট- ২৭ টি।
- বক্স কালভার্ট- ৮টি।
ন) কমিটি:
- ভিজিডি কমিটি- ১টি।
- ভিজিএফ কমিটি-১টি।
- নারী শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি-১টি।
- দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি-১টি।
- স্থায়ী কমিটি-১৪টি।
- হাটবাজার ব্যবস্থাপনা কমিটি- ১টি।
প) সুফলভোগী:
- ভিজিডি- ১৮৬ জন।
- মুক্তিযোদ্ধা- ৯জন।
- বিধবা ভাতাভোগী- ২৩২জন।
- বয়স্ক ভাতা ভোগী- ৫০৬ জন।
- প্রতিবন্ধী ভাতা ভোগী- ৩৮ জন।
- মাতৃত্ব ভাতা ভোগী- ৫১জন।
- কর্মসৃজন কর্মসূচী শ্রমিক সংখ্যা- ১৫৪
- প্রতিবন্ধী ছাত্রছাত্রী ভোগী ভাতা- ৬ জন।